মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত সেই যুবলীগ নেতা!
নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দক্ষিণ জেলা যুবলীগের আইনবিষয়ক সহ-সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন। ইতিমধ্যে, দলীয় মনোনয়ন পেতে এক আওয়ামী লীগ নেতা ও এক সংসদ সদস্যের নামে ১৫ লাখ টাকার চেক দেয়ার অভিযোগ করে ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে যুবলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন চট্টলার খবরকে বলেন, গত ৯ জানুয়ারি (রোববার) মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলাম। আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নির্বাচন অফিসে সেই মনোনয়ন পত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো এবং জয় ছিনিয়ে আনবো।
টাকার চেক দেয়া প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবীর মাননীয় এমপির নাম ভাঙ্গিয়ে এই চেক নিয়েছেন। এখানে এমপির কোন দোষ নেই। তিনি নির্লোভ একজন ব্যক্তি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব বলেন, আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। এদিন সকাল ১০টার দিকে এসে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ফেসবুকে চট্টগ্রাম-৮ আসনের এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদে ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবীরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য অভিযোগ এনে ১৫ লাখ টাকার একটি চেকের ছবিসহ পোস্ট করেন কামাল উদ্দিন।
এদিকে, অভিযোগ অস্বীকার করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন হোসেন কবীর। পাশাপাশি বিষয়টি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে আজ সংবাদ সম্মেলন করেছেন সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ। তিনি বলেন, কোনো অন্যায় কাজের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। তবে কোনো ধরনের অন্যায় করে থাকলে শাস্তিও মাথা পেতে নিবেন বলে জানান তিনি।
জেএইচ/এমকে/চখ