chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দক্ষিণ জেলা বিএনপির সমাবশে মারামারি  

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে  বিএনপির দক্ষিণ জেলা সমাবেশে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় দক্ষিণ জেলা বিএনপি নেতা সরওয়ার নিজামকে লাঞ্চিত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে কর্ণফুলী সিডিএ আবাসিক মাঠের সমাবেশস্থলে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ চট্টলার খবরকে বলেন, সমাবেশের জন্য সকাল থেকেই নেতাকর্মীদের আনাগোনা বেড়ে যায়। দপুরের দিকে হঠাৎ করেই নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। আমাদের সামনে দক্ষিণ জেলর বিএনপি নেতা সরওয়ার নিজামকে লাঞ্চিত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে আজকের কর্মসূচিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক উপস্থিত থাকার কথা রয়েছে।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর