করোনা জয় ঋতুপর্ণার
ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসমুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, মঙ্গলবার থেকে কাজে যোগ দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর এক প্রতিবদেনে বলা হয়েছে, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লাল শাড়ি পরা নিজের একটি ছবি আপলোড করেন ঋতুপর্ণা।
ক্যাপশনে লিখেছেন— হ্যালো, আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। আজ থেকে কাজে যোগ দিচ্ছি। সবার প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
এরআগে, তিনি। ৮ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। অভিনেত্রী শুধু করোনায় আক্রান্ত হননি, সঙ্গে পরিবারের বাকিরাও আক্রান্ত হয়েছিলেন। তিন দিনের মাথাতেই সুস্থতার খবর দিলেন তিনি।
নচ/চখ