chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা আক্রান্ত জাহ্নবি ও খুশি

ksrm

ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড কাঁপানো  শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবি কাপুর ও খুশি কাপুর।

করোনা আক্রান্তের বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছে জাহ্নবি।

সেখোনে তিনি লেখেন, ৩ জানুয়ারি তিনি এবং তার বোন খুশি কোভিডে আক্রান্ত হন। তখন থেকে আইসোলেশনে তারা। মুম্বাই পৌরসভার নিয়মানুসারে সাত দিন নিভৃতবাসে ছিলেন। মঙ্গলবার তাদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার প্রথম দুদিন ভীষণ ভুগেছেন তারা। শয্যাশায়ী ছিলেন দুজনেই। তবে তার পর থেকে সুস্থবোধ করতে থাকেন শ্রীদেবীর কন্যারা।

ভক্তদের উদ্দেশে জাহ্নবি লিখেছেন— করোনা পরিস্থিতির মোকাবিলা করতে মাস্ক এবং টিকা প্রধান হাতিয়ার সবার।

কিছু দিন আগেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন জাহ্নবি। থার্মোমিটার মুখে নিয়ে বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। তার পাশে ছিলেন বোন খুশি। তা ছাড়া কোভিড নিয়ে কখনও বই পড়ে, কখন আবার ছবি এঁকে সময় কাটাতে দেখা গিয়েছিল তাকে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...