chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিক্ষা সচিব আবু বকর ছিদ্দীক করোনায় আক্রান্ত

ডেস্ক নিউজ : করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। গতকাল সোমবার (১১ জানুয়ারি) রাতে তিনি কোভিড পজিটিভ হওয়ার খবর পেয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা সচিবের করোনা আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

তিনি জানান, গত ২ জানুয়ারি মাউশি সচিব হিসেবে যোগ দেন মো. আবু বকর ছিদ্দীক। সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাকে ফুল দিয়ে বরণ করেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর