chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পয়েন্ট কমলো টাইগারদের

চট্টলা ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গেলো টাইগাররা। এর আগে মাউন্ট মঙ্গানুই টেস্টে ইতিহাস গড়ে পঞ্চম স্থানে উঠেছিল তারা।

তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হারে একধাপ পেছালো বাংলাদেশ। এখন পর্যন্ত ৪ টেস্টে ১ জয়, ৩ হারে ১২ পয়েন্ট আছে টিম টাইগার্সের। শতাংশের হিসাবে জয় ৩৩ দশমিক ৩৩।

এ মুহূর্তে বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা। তালিকায় মুমিনুল হকদের পরে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

পয়েন্ট জয়ের শতাংশে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। চলতি আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১টি করে জয়-ড্র এবং ২টি হারে ১৬ পয়েন্ট রয়েছে নিউজিল্যান্ডের। তারা আছে অষ্টম স্থানে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল:

দল-শতাংশ জয় (%)-পয়েন্ট- ম্যাচ-জয়-হার-ড্র-পয়েন্ট কর্তন

অস্ট্রেলিয়া-১০০.০০-৪০-৪-৩-০-১-০

শ্রীলংকা-১০০.০০-২৪-২-২-০-০-০

পাকিস্তান-৭৫.০০-৩৬-৪-৩-১-০-০

ভারত-৬৩.০৯-৫৩-৯-৪-২-২-৩

দক্ষিণ আফ্রিকা-৫০.০০-১২-২-১-১-০-০

বাংলাদেশ-৩৩.৩৩-১২-৪-১-৩-০-০

ওয়েস্ট ইন্ডিজ-২৫.০০-১২-৪-১-৩-০-০

নিউজিল্যান্ড-১১.১১-৪-৪-০-২-১-০

ইংল্যান্ড-০৭.১৪-১০-৯-১-৫-২-১০

এমকে/চখ

এই বিভাগের আরও খবর