chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বড়শিতে আটকা ৩৮ কেজির ব্ল্যাক কার্প

চট্টলা ডেস্ক: কুমিল্লা নগরীর ধর্মসাগর দীঘিতে বড়শিতে ধরা পড়েছে প্রায় ৩৮ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প মাছ। যার ওজন ৩৭ কেজি ৬০০ গ্রাম ।

মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপন ও মারুফের বড়শিতে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে।

খবর পেয়ে মাছটি দেখতে ধর্মসাগর পাড়ে ছুটে আসেন উৎসুক জনতা। মাছের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন অনেকেই।

স্থানীয়রা জানান, ধর্মসাগর দীঘিতে এখনো বড় আকৃতির মাছ রয়েছে। কোনো প্রকার চাষ ছাড়াই প্রাকৃতিকভাবে এসব মাছ এই দীঘিতে বড় হচ্ছে। এছাড়া নগরীর আরও অনেক দীঘি ও পুকুরে এখনো বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপন জানান, গত এক মাস আগেও বড়শি দিয়ে ধর্মসাগর দীঘি থেকে ৪৩ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প মাছ ধরেছিলাম। আজ দুপুরে ৩৭ কেজি ৬০০ গ্রাম ওজনের আরেকটি মাছ শিকার করলাম।

এমকে/চখ