chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মার্চে বাজারে আসছে ওমিক্রন প্রতিরোধক ভ্যাকসিন

চট্টলা ডেস্ক: বাজারে আসছে করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধক ভ্যাকসিন। আগামী মার্চের মধ্যে এটি সরবরাহ করবে ফাইজার।

সোমবার (১০ জানুয়ারি) বিশ্বখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বৌরলা বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে তিনি বলেন, সরকারের আগ্রহের কারণে ইতোমধ্যে ওমিক্রনের ভ্যাকসিন তৈরি শুরু করেছে ফাইজার। বিশ্বের বিপুল সংখ্যক লোক ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে করোনার নতুন ধরনটিতে সংক্রমিতদের ভ্যাকসিন প্রয়োগ করে সাফল্য দাবি করছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, ‘আগামী মার্চে এ ভ্যাকসিন বাজারজাত শুরু হবে। তবে আমাদের ভ্যাকসিন মানুষের প্রয়োজন হবে কি-না, তা জানি না। এছাড়া আমি জানি না কীভাবে এটি প্রয়োগ হবে।’

আরও পড়ুন: করোনায় আক্রান্ত মিমের স্বামী

আলবার্ট বৌরলা বলেন, ওমিক্রনে আক্রান্ত গুরুতর অসুস্থ ব্যক্তিদের সুরক্ষায় দুই ধরনের ভ্যাকসিনের বুস্টার ডোজ ‘পর্যাপ্ত’ মজুত রয়েছে।

ওই দিন সিএনবিসির সঙ্গে পৃথক সাক্ষাৎকারে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন বানচেল জানান, তারাও ওমিক্রনের ভ্যাকসিন তৈরি করছে। শুধু তাই নয়, ২০২২ সালে করোনার অন্য কোনও ভ্যারিয়েন্ট দেখা দিলে তা মোকাবেলা করতে বুস্টার ডোজ উৎপাদনও করছে কোম্পানিটি।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর