স্ত্রীসহ করোনায় আক্রান্ত মির্জা ফখরুল
চট্টলা ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। কোয়ারেন্টাইনে থেকে আপাতত চিকিৎসা নিচ্ছেন তারা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
শায়রুল কবির খান বলেন, গতকাল রাতে মহাসচিবের স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আর মহাসচিব করোনার উপসর্গ নিয়ে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। পরে উনি নিজেও পরীক্ষা করতে দিয়েছেন। সেখানে রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।
জেএইচ/চখ