chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অন্তর্দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হতে হবে- নাছির

চট্টলার ডেস্ক: দলে প্রকৃত নেতাকর্মীর অভাব বোধ করে আগামী নির্বাচনে জয়লাভ করতে দলীয় ঐক্যের ওপর গুরুত্বরোপ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন

মঙ্গলবার (১১জানুয়ারি) সকালে মধ্যম হালিশহরে প্রয়াত এম. এ আজিজের বাসভবনে এক আলোচনায় সভায় অংশ নিয়ে নাছির এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম. এ আজিজের ৫১ তম মৃত্যুবার্ষিকী স্মরণে মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় নাছির বলেন, দলে আজ নেতাকর্মীর অভাব নেই। অভাব শুধু প্রকৃত নেতাকর্মীর। প্রকৃত নেতাকর্মীর সংকট দূর করতে এখনই কাজ শুরু করতে হবে। দেশের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আবারও সরকারে আসতে হবে। সেজন্য অন্তর্দ্বন্দ্ব ভুলে দলের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আলতাফ হোসেন চোধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মরহুম এ আজিজের সন্তান সাইফুদ্দিন খালেদ বাহার, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, ত্রাণ ও সমাজ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর