বায়োজিদে আগুনে পুড়লো কারখানা
চট্টলার ডেস্ক: নগরীর বায়োজিদ থানা এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্মকর্তারা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা চট্টলার খবরকে বলেন, দুইটি ইউনিটের ১১ টি গাড়ি প্রায় তিন ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে পারব।
আরকে/নচ/চখ