chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রধানমন্ত্রীকে পাটকল শ্রমিকদের চিঠি

চট্টলার খবর:পাওনা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পাটকল শ্রমিকরা। দাবি আদায়ে আগামী বুধবার (১২ জানুয়ারি) সমাবেশ করার ঘোষণা দিয়েছেন পাটকল রক্ষায় শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্যের কারখানা কমিটির নেতারা।

এর আগে গতকাল রোববার (৯ জানুয়ারি) সকালে নিজেদের বকেয়া আদায়ে আমিন জুট মিলস এলাকায় অবস্থান নিয়েছিলেন শ্রমিকরা।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে নেতারা বলেছেন, ২০২০সালের ২ জুলাই একযোগে ২৫টি রাষ্ট্রয়াত্ত্ব পাটকল বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে আমিন জুট মিলস অন্যতম। পাটকল বন্ধের তিন মাসের মধ্যে সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করে আধুনিকায়ন করে পুনরায় মিলগুলো চালু করার কথা বলা হয়েছিল।

কিন্তু দীর্ঘ ১৮ মাসেও ২০১৯ সালের বকেয়া সপ্তাহ, লকডাউনের মজুরি,মিল বন্ধের নোটিশ মজুরি,২০১৫  সালের মজুরি কমিশনের বকেয়া পাওনাসহ সকল পাওনা অনেক শ্রমিকরা পাননি।

মিটিং-মিছিল,সভা-সমাবেশ স্মারকলিপি পেশ করেও কোনো সুরাহা না হওয়ায় শ্রমিকরা হতাশায় দিন পার করছে। এমন অবস্থায় শ্রমিকদের নায্য পাওনা পরিশোধসহ সকল কারখানা খুলে দিয়ে কর্মসংস্থানের দাবি জানিয়ে আসছে। এর আগে খুলনাসহ কয়েকটি জুট মিলে এই কর্মসুচি পালন করা হয়েছে।

 

আরকে/চখ

এই বিভাগের আরও খবর