chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বেড়েই চলছে করোনা সংক্রমণ, আক্রান্ত ১১৯ জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে যেনো প্রতিযোগিতা দিয়ে বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় নগরসহ বিভিন্ন উপজেলায় ১১৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। তবে কারো মৃত্যু হয়নি। শনাক্তের হার ৫ দশমিক ৮৫ শতাংশ।

সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্য বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজসহ ১২ টি ল্যাবে ২ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে মহানগরে ১০১ জন এবং উপজেলায় রয়েছেন ১৮ জন বাসিন্দা। ২০২০ সালে ২৬ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ৩ হাজার ৩০২ জন করোনায় রোগী শনাক্ত হয়েছেন।

এর মধ্যে মহানগরে ৭৪ হাজার ৭৬৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪৩৯ জন বাসিন্দা রয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৪ জনের মধ্যে ৭২৪ জন মহানগরে এবং ৬১০ জন উপজেলার রোগী রয়েছেন।
এর আগে গত ৯ জানুয়ারি ১০৪ জনের শরীরে করোনা ধরা পড়েছিল। এর মধ্যে মহানগরে একজনের মৃত্যু হয়েছিল।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর