chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা! 

আন্তর্জাতিক ডেস্ক: মেয়ের নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। সেই অপমান সইতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন একই পরিবারের তিনজন।

রোববার (৯ জানুয়ারি) সকাল ১১টা নাগাদ ভারতের ফ্রেজারগঞ্জ উপকূল থানার বকখালির সমুদ্রসৈকত লাগোয়া জঙ্গলের কাছে এ ঘটনা ঘটে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

পুলিশ সূত্রে খবর, মৃত তিনজন হলেন শ্যামল নস্কর (৫৩), রীতা নস্কর (৪৩) এবং অভিষেক নস্কর (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনে আগেই স্বনির্ভর গোষ্ঠীর অর্থ তছরুপের অভিযোগ ওঠে ডায়মন্ড হারবার থানার সুলতানপুরের বাসিন্দা পুনম দাস নামে এক নারীর বিরুদ্ধে। এরপরই শনিবার (৮ জানুয়ারি) রাতে পুনমের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কিছু নারী সদস্য চড়াও হয়ে বিক্ষোভ দেখান।

পুনমের সামনেই তার বাবা শ্যামল, মা রীতাকে খুব অপমান করেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাঁদের মারধরও করা হয়। হুমকিও দেওয়া হয়। পরে অপমান সইতে না পেরে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন একই পরিবারের ওই তিনজন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর