‘পরীর পাহাড়’ বলা বা লেখা যাবে না
নির্দেশনা আদালতের
চট্টলা ডেস্ক: নগরীর কোতোয়ালীতে অবস্থিত আদালত ভবন এলাকাকে ‘পরীর পাহাড়’ বলা বা লেখা যাবে না মর্মে আদেশ বহাল রেখেছেন আদালত।
আজ রোববার চট্টগ্রাম সদর প্রথম সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালত এ আদেশ দেন।
এর আগে একই আদালত গত ১০ নভেম্বর পরীর পাহাড় বলা বা লেখা যাবে না বলে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল।
গত ৭ নভেম্বর একই আদালতে নগরের কোতোয়ালী থানা এলাকায় অবস্থিত আদালত ভবন এলাকার নাম ‘কোর্ট হিল’ না ‘পরীর পাহাড়’ হবে তা নির্ধারণ করতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন। মামলায় পক্ষ করা হয়েছিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, সহকারী কমিশনার ভূমি বাকলিয়া আতিকুর রহমান। আদালত মামলাটির শুনানি শেষে মামলার বিবাদীদের তিন দিনের মধ্যে পরীর পাহাড় লেখার ওপর নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন।
অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন বলেন, কোর্ট হিলকে ‘পরীর পাহাড়’ না লিখতে আদালতের নির্দেশ বহাল রয়েছে।
বিবাদীগণ আদালতে জবাব দেয়নি, আদালতের কাছে এক মাসের সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
জেএইচ/চখ