chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিক্ষার্থীদের বিশেষ দক্ষতা অর্জনের তাগিদ নওফেলের

চট্টলার ডেস্ক: কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের বিশেষ বিষয়ে দক্ষতা অর্জনের তাগিদ দিয়েছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, জীবনে সফল হতে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে। কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বিশেষ কাজের দক্ষতা নিয়ে এগিয়ে যেতে হবে।

রোববার (৯ জানুয়ারি) নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের সময় উপ-মন্ত্রী এসব কথা বলেন।

নওফেল বলেন, আপনাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে আপনারা কি করবেন। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিজীবী দিয়ে দেশ চলবে না। দেশ চলতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন। সরকারের পক্ষে সবাই কে চাকরি দেওয়া সম্ভব না। এইটা বিশ্বের কোনো দেশের সরকারের পক্ষেই সম্ভব না। নিজের জায়গা থেকে সবাইকে উদ্যোগী হয়ে কাজ করতে হবে।

শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১৫০ শিক্ষার্থীর মাঝে উপমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। এসময় বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম মিয়ার সভাপতিত্বে নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারীসহ প্রমুখ বক্তব্য রাখেন।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর