chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

চট্টলা ডেস্ক: সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নিয়েছেন আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির মধ্যে তিন বিচারপতি ।তারা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

রবিবার (৯ জানুয়ারি) শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের । শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার শপথ পরে পাঠ করাবেন প্রধান বিচারপতি।

এর আগে শনিবার (৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেন। আজ (রবিবার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বর্তমানে আপিল বিভাগে চার বিচারপতি রয়েছেন। অন্য তিনজন হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগে নতুন চার বিচারপতি নিয়োগ দেওয়ায় বিচারপতির সংখ্যা দাঁড়াল আট জনে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর