নিজের মামলায় গ্রেফতার হচ্ছেন বাবুল আক্তার
নিজস্ব প্রতিবেদক: স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর নিজের করা মামলায় গ্রেফতার হচ্ছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।
রোববার (৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত এই আদেশ দিয়েছেন। এর আগে গত ১৫ ডিসেম্বর মিতু হত্যা মামলার তদন্তের ভার পান পুলিশ ব্যুরো অব ইনভিস্টেগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টোর পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুরক।
তিনি গেল ৩০ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল আক্তারের গ্রেফতারের আবেদন জানান।
এ বিষয়ে জানতে চাইলে বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী সাংবাদিকদের জানান, স্ত্রী হত্যার পর পাঁচলাইশ থানায় তিনি একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। আদালত শুনানি শেষে ওই মামলায় তাকে গ্রেফতারের আদেশ দিয়েছেন।
তবে মিতুর বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় কারাগারে রয়েছেন বাবুল আক্তার।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে জিইসি মোড়ে কুপিয়ে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় বাবুল আক্তার নগরের পাঁচলাইশ থানার হত্যা মামলা করে এই পুলিশ কর্মকর্তারা। তবে তদন্তে বেরিয়ে আসে অন্য রুপ। স্ত্রী হত্যায় নিজের সম্পৃক্ততা উঠে আসে।
আরকে/নচ