chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাস্ক পরিধান করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক নিউজ: দেশে মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। আসুন আমরা সকলে মাস্ক পরিধান এবং সরকারের সকল দিক নির্দেশনা মেনে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (৯ ডিসেম্বর) দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‌‌‘দেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭ শতাংশ প্রথম ডোজ এবং ৪০ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। মোট সাড়ে ১৩ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে।

সম্প্রতি সংক্রমণ বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনায় মৃত্যুর হার কম থাকলেও এখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনের সংক্রমণ বেড়ে এখন ১১০০ তে পৌঁছে গেছে যা আশঙ্কাজনক। এ বিষয়ে যথাযথ নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।’

নচ/চখ

এই বিভাগের আরও খবর