chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছাত্রলীগকে শিক্ষিত হওয়ার তাগিদ নওফেলের

চট্টলার ডেস্ক: ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার বিষয়ে তাগিদ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, বর্তমান প্রজন্মের যারা ছাত্রলীগ করেন তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু রাজনীতি করলে চলবেনা। নিজেকে গড়ে তুলতে হবে। এক কলম লিখতে না পারলে ছাত্রলীগের পদ-পদবী নিয়ে কোনো লাভ হবেনা।

শনিবার (৮ জানুয়ারি) রাত ৯টায় হাটহাজারী উপজেলার শিকারপুর ইডেন ইংলিশ স্কুল আয়োজিত দ্বিতীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

নওফেল বলেন, আমাদের সন্তানেরা কিছু নির্দিষ্ট দক্ষতামূলক প্রশিক্ষণ পান তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। পড়ালেখার পাশাপাশি ইংরেজি, আরবি, ফারসিসহ বিভিন্ন ভাষার দক্ষতা অর্জন করতে হবে। নিজের দক্ষতা নিজেকেই অর্জন করতে হবে, তাহলে সাফল্যের শিখরে পৌঁছানো যাবে।

ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, শিকারপুর ইফপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক, রাঙ্গুনিয়ার সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম।

অনু্ঠোনে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর