chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রতিবাদী সৌদি রাজকুমারীর কারামুক্তি

ডেস্ক নিউজ: বিনাদোষে তিন বছর কারাগারে থাকা প্রতিবাদী সৌদি রাজকুমারী বাসমা বিনতে সৌদ ও তার কন্যা সুহৌদকে মুক্তি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

৫৭ বছর বয়সী বাসমা বিনতে সৌদ সৌদি রাজ পরিবারের সদস্য। তিনি নারী অধিকারের প্রবক্তা এবং সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক হিসেবে পরিচিতি।

উল্লেখ্য,২০১৯ সালের মার্চে সুইজারল্যান্ডে চিকিৎসা করাতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছিল।

২০২০ সালের এপ্রিলে তিনি কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কারামুক্তির আবেদন জানান।

খবরে বলা হয়েছে, বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাস্থ্যগত দিক বিবেচনায় রাজকুমারী বাসমা বিনতে সৌদকে মুক্তি দিয়েছেন।

মানবাধিকার সংগঠন এএলকিউএসটি বলেছে, বাসমাকে কারাগারে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এ কারণে তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর