chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সরকার চালায় সরকারের কর্মকর্তা-কর্মচারীরা: শিক্ষা উপমন্ত্রী

চট্টলা ডেস্ক : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাইকে যারা ভাষন দেন তারা সরকার চালায় না, রাজনৈতিক ব্যক্তিরা সীমিত সময়ের জন্য সরকারে আসে। সরকার চালায় সরকারের কর্মকর্তা-কর্মচারীরা।

রাজনৈতিক নেতৃবৃন্দরা সরকারের নেতৃত্ব দেন শুধুমাত্র। চালানো আর নেতৃত্ব দেয়ার মধ্যে পার্থক্য আছে। নেতা হবে একজন, আর সরকার চালায় শত শত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এই শত শত লক্ষ লক্ষ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে যদি বঙ্গবন্ধুর আদর্শের লোকজন না থাকতে পারেন, তাহলে অন্য আদর্শের লোকজন ঢুকে যাবে।

শনিবার (৮ জানুয়ারি) রাত ৯টায় হাটহাজারী উপজেলার শিকারপুরস্থ ইডেন ইংলিশ স্কুল আয়োজিত ২য় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী ব্যক্তিরা যেভাবে কাজ করে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা যেভাবে পালন করে, অন্য মানসিকতার কেউ সেভাবে পালন করেনা।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের যারা ছাত্রলীগ করেন তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু রাজনীতি করলে চলবেনা। নিজেকে গড়ে তুলতে হবে। এক কলম লিখতে না পারলে ছাত্রলীগের পদ পদবী নিয়ে কোন লাভ হবে না।

তাই যারা ছাত্রলীগের রাজনীতি করেন তাদের দায়িত্ব রাজনীতির পাশাপাশি নিজেকে দক্ষ করে গড়ে তোলা।

ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, শিকারপুর ইফপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক, রাঙ্গুনিয়ার সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর