chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইয়াবাসহ দুই রোহিঙ্গা পুলিশের জালে

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া পুলিশের জালে ১২শ ৫০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবক ধরা পড়েছে। উপজেলার উত্তর ঢেমশা মরিচ্যা পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. মজিবুর রহমান (১৯) এবং একই ক্যাম্পের বাসিন্দা আহমদ কবির শফিক (৩৫)।

তথ্যটি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক নাজমুল হাসান। তিনি জানান, গোপনে খবর আসে কয়েকজন রোহিঙ্গা ইয়াবা নিয়ে উত্তর ঢেমশা মরিচ্যা পাড়া এলাকায় অবস্থান করছে।

তথ্যমতে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো ২৫ প্যাকেট ইয়াবাসহ দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় টিম সাতকানিয়া। আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে জানিয়ে রবিবার সকালে দুজনকে আদালতে প্রেরণ করা হবে বললেন এ পুলিশ কর্মকর্তা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর