chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সস্ত্রীক করোনায় আক্রান্ত সুপারস্টার গায়ক অরিজিৎ সিং

ksrm

বিনোদন ডেস্ক : করোনার (Covid-19) থাবা ক্রমশ চওড়া হচ্ছে। ডবল ভ্যাকসিন নিয়েও সাধারণ মানুষের পাশাপাশি বাদ পড়েননি তারকারা। কোভিড-জ্বরে রীতিমতো কাঁপছেন বলিউড থেকে টলিপাড়ার তারকারা।

এবার করোনা থাবা বসাল সুপারস্টার গায়ক পরিবারে। সংক্রমিত হয়েছেন অরিজিৎ সিং। করোনা পজিটিভ হয়েছেন তাঁর স্ত্রীও। দু’ জনেই কোয়ারেন্টাইনে রয়েছে।

শনিবার অরিজিৎ জানান, সস্ত্রীক করোনায় আক্রান্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই খবর। শারীরিক কোনও অসুবিধে নেই। কোনও উপসর্গও নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত অরিজিৎ এবং তাঁর স্ত্রী হোম আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, গত বছরই করোনায় মাকে হারিয়েছেন অরিজিৎ। করোনা মুক্ত হওয়ার পরও তিনি অসুস্থ ছিলেন। একাধিক কো-মর্বিডিটি থাকায় একমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শেষপর্যন্ত লড়াই জেতা যায়নি। গত বছর প্রয়াত হন অরিজিৎ সিংয়ের মা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...