chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২০২০-২১: করোনায় প্রাণ গেছে ১৯৪০ সংবাদকর্মীর

গণমাধ্যম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষে আক্রান্ত হয়ে গত বছর ২০২১ সালে এক হাজার ৪শ সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে মারা গেছে অন্তত ৫৪০ জন।

সে হিসেবে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৯৪টি দেশে এক হাজার ৯শ ৪০ জন সংবাদকর্মীর মৃত্যু হয়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে।

জেনেভাভিত্তিক প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) শুক্রবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়, ২০২১ সালের মৃত্যুর তালিকা হিসেব করলে প্রতিমাসে ১১৬ জন আর প্রতিদিন ৪ জনের মৃত্যু হয়েছে মরণঘাতী এ ভাইরাসে।

করোনায় মৃত সংবাদকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে লাতিন আমেরিকায়। সেখানে শেষ তথ্য পাওয়া পর্যন্ত মোট ৯শ ৫৪ জন সংবাদকর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এরপরেই রয়েছে এশিয়া। ৫শ ৫৬ জন সংবাকর্মী মারা গেছে এশিয়ায়। তাছাড়া ইউরোপে ২শ ৬৩ জন, আফ্রিকায় ৯৮ জন এবং উত্তর আমেরিকায় ৬৯ জন সংবাদকর্মী করোনা মৃত্যুর তালিকায় রয়েছেন বলে জানিয়েছে পিইসি।

তবে এখনও ৫০ মৃত্যুর ব্যাপারে তদন্ত চলছে জানিয়ে পিইসি বলেছে, অনেক দেশে করোনায় সংবাদকর্মীদের মৃত্যুর ব্যাপার নিয়ে ধোঁয়াশা রয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর