chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে ইয়াবাসহ আটক ৪ কারবারি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ৯টায় মইজ্জ্যারটেক এলাকার সিমেন্ট কারখানার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- মো. দিদারুল আলম (২৭), মো. সোহেল (২৪), মো. আবু হানিফ (২৭) আবু জাফর ও মো. মহিউদ্দিন (৩৯)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা বলেন, মইজ্জ্যারটেক এলাকায় অনেকদিন ধরে একটি চক্র মাদক সেবন ও বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক এলাকার একটি সিমেন্ট কারখানার সামনে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার দুইশ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেএইচ/এমকে/চখ

এই বিভাগের আরও খবর