chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সর্বোচ্চ পুনঃনিরীক্ষার আবেদন হিসাববিজ্ঞানে

নিজস্ব প্রতিবেদক: ফলাফল সন্তুষ্ট না হওয়ার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় হিসাববিজ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় বিষয়ে সর্বোচ্চ শিক্ষার্থী পুনঃনিরীক্ষার আবেদন করেছেন।এরআগে গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করে শিক্ষা বোর্ড।

নির্ধারিত সময়ের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭ হাজার ৮২৩ টি আবেদন জমা পড়েছে।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ আবেদন জমা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনের পর্যালোচনা করে দেখা যায়, ব্যবসা প্রশাসন বিভাগের মধ্যে সর্বোচ্চ হিসাববিজ্ঞানে বিষয়ে ২ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এরপর মানবিক বিভাগে বাংলাদেশের ইহিহাস ও বিশ্ব সভ্যতায় ২ হাজার ২০৬ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন।

এছাড়া বিজ্ঞান বিভাগের মধ্যে পদার্থবিজ্ঞানে ৮৫২ জন, রসায়নে ৫১৬ জন, উচ্চতর গণিতে ২৬৭ জন ও জীববিজ্ঞানে ১৯৭টি আবেদন জমা পড়েছে।

অপরদিকে, মানবিকের ভূগোল ও পরিবেশে ৬৮৪ জন, পৌরনীতিতে ২৬৫ জন, অর্থনীতিতে ২৩ আবেদন পড়ে। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ১৭২ জন এবং ব্যবসায় উদ্যোগে ৪৮৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর