chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে গাড়ি চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী উপজেলার দৌলতপুরে গাড়ি চাপায় আবু বক্কর (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আবু বক্কর আনোয়ারা উপজেলার মো. ছবুরের ছেলে বলে জানা গেছে।

আজ শনিবার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে দৌলতপুরের আশরাফ উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক আল মাহমুদ চট্টলার খবর’কে বলেন, দুপুরের দিকে মাদ্রাসা ছুটি হলে সে রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডাম্পার গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর