chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ: ব্রাহ্মণবাড়িয়ায় একই সময় ও একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে রাত ১২ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ সময়ে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে শহরের ফুলবাড়িয়া এলাকায় ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারের সামনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ আহ্বান করা হয়। এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কুমিল্লা সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল।

অন্যদিকে,  একই স্থানে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠানের সমাবেশ আহ্বান করা হয়।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাউকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। দুটি রাজনৈতিক দল পাল্টাপাল্টি সমাবেশ আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকায় রাজনৈতিক পরিবেশ অনেকটা ঘোলাটে হতে থাকে।

পরে শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির শীর্ষ চার নেতাকে আটক করে পুলিশ। এরপর আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পুরো শহরে ১৪৪ ধারা জারি করা হয়। সেই সঙ্গে সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর