chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লিফটে ৪৫ মিনিট আটকে ছিলেন ১০ চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক: নগরীর জিইসি মোড়ে একটি বেসরকারি হোটেলের লিফটে ৪৫ মিনিটের বেশি সময় ধরে আটক ছিলেন ১০ জন ইন্টার্ন চিকিৎসক। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ওই চিকিৎসকদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

তিনি বলেন, বিএমএ অফিসে ওঠার জন্য ওই চিকিৎসকরা লিফটে উঠেছিলেণ। ওই লিফটে ছয়জনের বেশি ধারণক্ষতা ছিল না। কিন্তু ধারণক্ষতা বেশি হওয়ায় মানুষ ওঠার কারণে  লিফটি নিচে আটকে যায়। চিকিৎসকরা সেখান থেকে জাতীয় জরুরি সেবায় সহায়তা চান। তবে সবাই সুস্থ আছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা চট্টলার খবরকে বলেন, জাতীয় জরুরি সেবায় ফোন দেওয়ার পর আমরা খবর পায়।  লিফট ভেঙে ৪৫ মিনিটর পর চিকিৎসকদের উদ্ধার করা হয়েছে।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর