chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শ্রীলেখাও করোনা আক্রান্ত

ksrm

ডেস্ক নিউজ: টালিউডে পরপর  দেব, শুভশ্রী, রাজ, সৃজিত, মীম প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার সে তালিকায় যোগ হল শ্রীলেখা মিত্রের নাম।

শুক্রবার রিপোর্ট আসার পরই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে শুধুমাত্র ‘পজিটিভ’ লিখে পোস্ট করেছেন তিনি।

শ্রীলেখা মিত্র বলেন, তিনি নিজের সুরক্ষার কথা ভেবে একটা টেস্ট করিয়েছিলেন। কিন্তু রিপোর্ট পজেটিভ আসবে সেটা তিনি মোটেই ভাবেননি। কারন তার মধ্যে কোনও উপসর্গই ছিল না। নিজের রিপোর্টের কথা বলার পাশাপাশি করোনা পরিস্থিতিতে এই রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিস্থিতি কতটা বিঘ্নিত হচ্ছে সেই বিষয়ও কথা বলেন শ্রীলেখা।

কোভিডের বাড়বাড়ন্তের জন্য শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে সেই ব্যাপারে যথেষ্ঠ উদ্বিগ্ন তিনি। সেই সঙ্গে করোনা যেভাবে চিকিৎসক, নার্সদের শরীরে থাবা বসাচ্ছে সেটি নিয়েও চিন্তিত তিনি।

তার অসুস্থতার খবর জানার পরই সোশ্যাল মিডিয়ায় সকল শুভাকাঙ্খিরাই আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি অভিনেত্রীর ইন্ডাস্ট্রির বন্ধুরা কমেন্ট করে সুস্থতা কামনা করেছেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...