chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে নতুন এক মৃত্যুতে শনাক্ত বেড়ে ১১৪৬

নিজস্ব প্রতিবেদক : বেড়েই চলেছে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। মাঝে কিছুদিন স্বস্থি ফিরে এলেও তিন মাস পর গতকাল সংক্রমণ ছাড়িয়েছিল হাজারের ঘর। ২৪ ঘন্টায় তা আরো বেড়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন।

গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ১ হাজার ১শ ৪০ জন। নতুন আরো ৬ জন বেড়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনের শরীরে।

তাছাড়া গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে। সে তুলনায় আগের দিরে চেয়ে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। আগের দিন সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ২৮ হাজার ৯৮ জনের মৃত্যু হলো। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১৯৬ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ১৭০ জন।

এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এক মাত্র নারীটি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। ১১ থেকে ২০ বছর বয়সী এ নারী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর