বহদ্দারহাটের এসএ হোটেলে অভিযান: আটক ৮
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার এসএ হোটেলে নারীকে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করানোর অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে চান্দগাঁও থানা পুলিশ।
অভিযানে তিন নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করে টিম চান্দগাঁও।
আটককৃতরা হলেন, মনিফা বেগম (৩০),সুমি আক্তার প্রকাশ শারমিন (২৮),শারমিন আক্তার প্রকাশ মুন্নি (২০), মো. ইসমাইল (৩২), মনির হোসেন মুন্না (৩০), মাহফুজুর রহমান (২৯), আব্দুল আল মামুন (২৪) ও মো. ইস্কান্দর আলম (২৩)।
ভুক্তভোগী এক নারীর অভিযোগ পেয়ে তাদেরকে আটক করার হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী।
তিনি বলেন, ওই নারী ১০ জনের নাম উল্লেখ করে নগরীর চান্দগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় তিন মাস ধরে বহদ্দার হাটের এসএ হোটেলে তাকে আটকে রাখে অভিযুক্তরা।
ওই হোটেলে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করে ভুক্তভোগী ওই নারীকে। অভিযুক্ত ৮ জনকে আটক করা হলেও দুজন এখনো পলাতক রয়েছে। তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলা করা হয়েছে জানান ওসি।
চখ/আর এস