chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে -পর্যটন প্রতিমন্ত্রী

চট্টলা ডেস্ক: চট্টগ্রাম দেশের উন্নয়নে এবং পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে পেনিনসুলা হোটেলের জিনিয়া হলে ১২তম চিটাগাং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালে দেশের পর্যটন কেন্দ্রগুলো মাতিয়ে রেখেছিলেন দেশি পর্যটকেরা। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন খাতের ভূমিকা অনস্বীকার্য। আর পর্যটন বলতে আমরা বুঝি অপার সম্ভাবনার চট্টগ্রামকে।

কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, মেরিন ড্রাইভ, ঘুমধুম পর্যন্ত রেললাইন এগুলো পর্যটকদের আকর্ষন করবে। অতিথি পাখিরা আমাদের দেশের প্রকৃতির টানে আসে। পর্যটকও আসবেন। সম্ভাবনা কাজে লাগাতে হবে। পরিকল্পনা করে এগোতে হবে। সবাই মিলে কাজ করতে হবে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে হবে।

তিনি আরো বলেন,বাংলাদেশের পর্যটন সম্ভাবনা অপার। পর্যটনের উপাদান সাগর, নদী, পাহাড়, বন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আমাদের রয়েছে ৷ কক্সবাজার, সুন্দরবন আছে আমাদের। এক হাজার ৭০০ পর্যটন স্পট রয়েছে আমাদের। প্রয়োজন পরিকল্পিতভাবে এসব পর্যটন স্পটকে বিশ্বে জনপ্রিয় করে তোলা। জাতির পিতা এ খাতের বিকাশে পর্যটন করপোরেশন করেছিলেন। প্রধানমন্ত্রী এ খাতের বিকাশে অনেক উদ্যোগ নিয়েছেন, মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ পর্যটন বোর্ডের সিইও জাবেদ আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোসলেম উদ্দিনসহ আরো অনেকে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর