chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গোপন প্রেমের বলি এক গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক: গোপন প্রেমের সন্দেহ হওয়ায় বান্দরবানে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। নিহত ওই গৃহবধূর নাম সিংয়াইনু মার্মা (২৭)। আর তার ঘাতক স্বামীর নাম রেথোয়াইনু মার্মা (৩৮)।

বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের থংজমা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামী এখনও পলাতক রয়েছে।

জানা যায়, এটি তাদের দ্বিতীয় বিয়ে এবং তাদের ঘরে একটি পুত্রসন্তানও রয়েছে।

স্থানীয়রা জানায়, তাদের বিয়ের পর থেকে স্ত্রীকে সন্দেহ করত তার স্বামী। তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঝগড়ার কোনো এক পর্যায়ে হয়তো স্ত্রীকে কোপায় স্বামী এমনটি ধারণা প্রতিবেশিদের।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাজবিলা থংজমা পাড়া থেকে এক নারীর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত তথ্য এখনো পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর