chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অপরিবর্তিত থাকবে ভোজ্যতেলের দাম

চট্টলা ডেস্ক: আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম। বর্তমানে যে মূল্য আছে, তা-ই থাকবে। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি চলতি সপ্তাহে প্রতি লিটারে আট টাকা দাম বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সচিবালয়ে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়।

এই বিষয়ে সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, আগামী মঙ্গলবার দুটি পরিশোধন কারখানা পরিদর্শন করা হবে। এরপর দাম নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে ভোজ্যতেলের অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।

বর্তমানে ১ লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা। দাম বাড়িয়ে তা ১৬৮ টাকা করতে চান ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসায়ীদের এই দাবির সপক্ষে বৈঠক থেকে সমর্থন দেওয়া হয়নি।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর