chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাসানচর পৌঁছেছে আরও ৭০৫ রোহিঙ্গা

চট্টলা ডেস্ক: কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে ৯ম দফায় আরও ৭০৫ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেয়া হয়েছে।

বুধবার ( ৫ ডিসেম্বর) কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়ার পর জেলার পতেঙ্গা বোট ক্লাব থেকে তিনটি জাহাজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়।

চট্টগ্রাম নৌবাহিনীর জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে নবম দফায় আজ আরও ৭০৫ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। গতকাল টেকনাফের কয়েকটি ক্যাম্প থেকে ওই রোহিঙ্গাদের নেওয়া হয় উখিয়া ডিগ্রি কলেজ মাঠে। সেখান থেকে বাসে করে চট্টগ্রামে নেওয়ার পর তাদের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়।

পরে পতেঙ্গা বোট ক্লাব থেকে তিনটি জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি জাহাজে মালামাল এবং অপর দুটিতে ৭০৫ জন রোহিঙ্গা রয়েছে।

সিশা/এমকে/চখ

এই বিভাগের আরও খবর