chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পঞ্চম ধাপে ১৮ ইউপিতে নৌকা, স্বতন্ত্রে ৫ জয়ী

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ধাপে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলার ৩ উপজেলার ২৪ ইউনিয়নে নির্বাচনে বিনা ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৮ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র হিসেবে শেষ হাসি হেসেছেন ৫ চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে আইনি জটিলতায় আনোয়ারায় একটি ইউপিতে ভোটগ্রহণ হয়নি।

এর আগে ৫ জানুয়ারি  সহিংসতার মধ্যে দিয়ে আনোয়ারা, চন্দ্রনাইশ ও বোয়ালখালী উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট শেষে সংশ্লিষ্ট উপজেলার রির্টানিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আনোয়ারায় ১০ ইউনিয়নের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। এই উপজেলার বারশত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এম এ কাইয়ুম শাহ, বরুমচড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, আনোয়ারা সদর ইউনিয়নে অসীম কুমার দেব, পরৈকোড়া ইউনিয়নে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. কলিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিন শরীফ নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হলেন, বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, বারখাইন ইউনিয়নে হাসনাইন জলিল চৌধুরী শাকিল, চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। এ উপজেলার বটতলী ইউপিতে আইনি জটিলতায় চেয়ারম্যান নির্বাচন স্থগিত হয়।

অন্যদিকে চন্দনাইশ উপজেলার ৭ ইউনিয়নে মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ৩টিতে জয়লাভ করেছেন।

প্রকাশিত ফলাফলে ধোপাছড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আব্দুল আলিম, হাশিমপুর ইউনিয়নে খোরশেদ বিন ইছহাক, বৈলতলি ইউনিয়নে এস এম সায়েম জয়ী হয়েছেন।

অপরদিকে কাঞ্চননগর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল শুক্কুর, বরমা ইউনিয়নে ঘোড়া প্রতীকে খোরশেদ আলম টিটু এবং বরকল ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুর রহিম বিজয়ী হন। এছাড়া জোয়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিন আহম্মদ চৌধুরী রোকন নির্বাচিত হয়েছেন।

বোয়ালখালীতে ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। এর মধ্যে  আহলা করলডেঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হামিদুল হক জয়ী হন। অপর ইউনিয়নে নৌকা প্রতীকে আমুচিয়ায় ইউনিয়নে কাজল দে, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে মোহাম্মদ মোকারম, চরণদ্বীপ ইউনয়নে প্রার্থী সামশুল আলম, শাকপুরা ইউনিয়নে মো. আব্দুল মান্নান, সারোয়াতলী ইউনিয়নে মো. বেলাল হোসেন, পোপাদিয়া ইউনিয়নে এস এম জসিম উদ্দিন।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর