chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘন কুয়াশায় ভারতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১৭

ডেস্ক নিউজ: ভারতের গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২৬ জন। পুলিশের ধারণা , ঘন কুয়াশার কারণে  দুর্ঘটনাটি ঘটেছে।

ঝাড়খণ্ডের পাকুর জেলায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বুধবার ঝাড়খণ্ডের গোবিন্দপুর-সাহিবগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানকার গোবিন্দপুর-সাহিবগঞ্জ হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাহিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ এলাকায় যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন।

এদিকে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি এক লাখ রুপি সহায়তা ঘোষণা করেছে জেলা প্রশাসক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় নিহতদের পরিবার প্রতি ২ লাখ রুপি এবং আহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি হতাহতের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করেছেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর