chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে ৮ শিশুসহ ১২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে একটি বহুতল ভবনে আগুনে পুড়ে ৮ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় বুধবার (৫জানুয়ারি) সকালে চার তলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সূত্রে জানা গেছে, ভবনটি ফিলাডেলফিয়ার পাবলিক হাউজিং কর্তৃপক্ষের। অগ্নিকাণ্ডের সময় ৮ জন সেখান থেকে পালাতে সক্ষম হন।

দমকল বাহিনী জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। সে সময় তারা দেখতে পান চারতলা ভবনটি তৃতীয় তলায় আগুন জ্বলছে। প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা।

ভবনটিতে ২৬ জন বাস করতেন। এর মধ্যে ৮ জন দ্বিতীয় তলায় এবং ১৮ জন তৃতীয় এবং চতুর্থ তলায় ছিলেন। তবে আগুন লাগার সময় সেখানে কতজন ছিলেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর