তিশা-ফারুকীর ঘরে নতুন অতিথি
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ঘরে এসেছে নতুন অতিথি।
বুধবার (৫ জানুয়ারি) রাত ৮ টা ২৭ মিনিটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিশা। এ অভিনেত্রীর পেজবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
তিশা ও ফারুকী দম্পতির এ কন্যার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী। মা ও মেয়ে দু’জনেই ভালো আছে বলে জানোনো হয়েছে ওই স্ট্যাটাসে।
চখ/আর এস