chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে বিএনপির সমাবেশ বুধবার

নিজস্ব প্রতিবেদক: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চট্টগ্রামে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। আগামী ১২ জানুয়ারি ( বুধবার ) এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে জানানেনা হয়, সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

এ বিষয়ে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম বলেন, আমরা জেলা সমাবেশের নির্দেশনা পেয়েছি। তবে এখনো স্থান নির্ধারণ করিনি। স্থান নির্ধারণের পর প্রশাসনের অনুমতি নিয়ে সমাবেশের আয়োজন করবো।

জেএইচ/এমকে/চখ

এই বিভাগের আরও খবর