chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: উপজেলার বাগোয়ান ইউনিয়নে পুকুরে ডুবে ৩ বছরের মো. আনাস নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই এলাকার চৌধুরী বাড়ির শাহেদ চৌধুরীর ছেলে বলে জানা গেছে।

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।

শিশুটির বাবা শাহেদ চৌধুরী বলেন, বিকেলে ছেলেকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকি। পরে আমাদের পাশের পুকুরে আমার ছেলেকে খুঁজে পাই। পরে তাকে উদ্ধার করে নোয়াপাড়ার একটি হসপিটালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করে ডাক্তার।

নোয়াপাড়া কসমিক হাসপাতালের ডা. মো. তৈয়ব বলেন, বুধবার দুপুরের দিকে অজ্ঞান অবস্থায় এক শিশুকে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানান শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করি।

জেএইচ/এমকে/চখ

এই বিভাগের আরও খবর