chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অন্যায়ভাবে পৌর কর চাপিয়ে দিব না: মেয়র

চট্টলার ডেস্ক: নগরবাসীর ওপর কোনো ভাবেই অন্যায় পৌর কর চাপিয়ে দেওয়া হবে না বলে আবারও প্রতিশ্রুতি দিয়েছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৫ জানুয়ারি) চসিকের অস্থায়ী কার্যালয়ে চসিক মেয়রের হাতে ওমরগণি এমইএস কলেজ পৌরকরের ৭ লাখ ৩১ হাজার টাকা চেক হস্তান্তরের সময় মেয়র এসব কথা বলেন।

এ সময় কলেজের অধ্যাপক বাহার উদ্দিন, মো. জোবায়ের, খোরশেদ আলম, নুরুল আমিন, জেসমিন আক্তার, ববি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

চসিক মেয়র বলেন, চসিকের আয়ের অন্যতম প্রধান খাত হলো পৌরকর। পৌরকরের উপর নগরীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নির্ভর করে। সরকারি তহবিল থেকে বিভিন্ন সময়ে থোক বরাদ্দ হিসেবে কিছু টাকা দেওয়া হয়। এর পাশাপাশি চসিকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন খাতে প্রতি মাসে বড় অংকের টাকা ব্যয় হয়। এই অর্থ দিয়ে উন্নয়ন পরিকল্পনা, পরিচ্ছন্নতা ও আলোকায়নের কার্যক্রম চালানো বেশ কষ্টসাধ্য। নগরবাসীকে বিষয়টি উপলব্ধি করতে হবে।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর