chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা: আরো তিনজনের মৃত্যু, শনাক্ত ৮৯২

চট্টলা ডেস্ক: দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরো ৮৯২ জন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯০ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে পৌঁছেছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২১২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ১৬৮জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ।

এর আগে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ছয়জনের আর করোনা রোগী শনাক্ত হয় ৭৭৫ জন।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর