chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে প্রথম ওমিক্রনে মৃত্যু

চট্টলা ডেস্ক: ভারতে এই প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে এক জনের মৃত্যু হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানায়, দেশটির রাজস্থানের উদয়পুরে এক ব্যক্তি ওমিক্রনে মৃত্যুবরণ করেছেন। এনডিটিভি জানায়, ৭৩ বছর বয়স্ক ওই ব্যক্তির উদয়পুরে লক্ষী নারায়ন পুরের বাসিন্দা।

এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পর্যন্ত ভারতে ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এরমধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ওমিক্রন রোগী পাওয়া গেছে। মহারাষ্ট্রে ৬৫৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এরপরই ভারতের রাজধানী দিল্লিতে ৪৬৪ জন ওমিক্রন শনাক্ত হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, দৈনিক সংক্রমণ ছিল ৩৭ হাজার ৩৭৯। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২১ হাজারেরও বেশি বেড়ে়ছে। বুধবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন।

উল্লেখ্য, বুধবার পর্যন্ত ভারতে ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর