chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইসিইউতে ভর্তি অভিনেতা কাজী হায়াৎ

ksrm

চট্টলা ডেস্ক: শারীরিক অবস্থা খুবই নাজুক হওয়ায় দেশের জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার (৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন। ফেসবুকের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমীন।’

উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বরও চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর
Loading...