chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নবম ধাপে ভাসানচর যাচ্ছে ৪১৪ জন রোহিঙ্গা

চট্টলা ডেস্ক: নবম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে  ৪১৪ জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে নেওয়া হচ্ছে।

রোহিঙ্গাদের বহনকারী আটটি বাস উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে বুধবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে  ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে এসব রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। সড়ক পথে চট্টগ্রাম পৌঁছানোর পর জাহাজযোগে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

এর আগে অষ্টম ধাপে ৫৫২ জন রোহিঙ্গা ভাসানচরে যায়। এর আগের ৭ দফায় প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে নেওয়া হয়েছে ভাসানচরে। গত বছরের ৩ ডিসেম্বর থেকে ভাসানচরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয়।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর