আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নে সাত নম্বরে ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ওমকর দত্ত (৩৮) নামে যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ( ৫ জানুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আহত অবস্থায় আসার পর তিনি মারা গিয়েছেন।
অপরদিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নাজিম উদ্দিন নামে আ. লীগের এক বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের খবর পাওয়া গেছে।
আরকে/নচ/চখ