chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টাইগারদের অভিনন্দন জানালেন  সাবেক মেয়র নাছির

ডেস্ক নিউজ: মাউন্ট মঙ্গানুই টেস্টে আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে মুমিনুল হকের দলকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (৫ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যেকোনও ফরম্যাটে কিউইদের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম জয়। এবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয় বাংলাদেশের সকল জনগণের।

তিনি  আরও বলেন, আমাদের ক্রিকেটাররা ভালো করছে। ক্রিকেট পরাশক্তিগুলোকে হারানোর রেকর্ড আমাদের আছে। একটি দল সবসময় ভালো করবে এমন কথা নেই। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমাদের প্রত্যাশা একটু বেশি। তাই তাদেরকে সাহস ও সমর্থন জোগাতে হবে। নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দেশগুলো খুব একটা সুবিধা করতে পারে না। কিন্তু নবীন খেলোয়াড়দের গড়া টিম নিউজিল্যান্ডের মাঠে তাদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এজন্য টিম ম্যানেজম্যান্টসহ সকলকে ধন্যবাদ। এভাবে এগিয়ে যাবে টিম বাংলাদেশ। সমালোচনা নয়, তাদের পাশে থেকে তাদেরকে সমর্থন দিতে হবে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর